ক্রিকেটখেলা

এক বছর পর টি–টোয়েন্টি ক্রিকেটের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠলেন সাকিব

আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় আগে থেকেই ছিলেন শীর্ষে। এবার প্রায় এক বছর পর টি–টোয়েন্টি ক্রিকেটের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন সাকিব আল হাসান। যদিও যতটা না নিজের কৃতিত্বে, তাঁর চেয়ে বেশি আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর ব্যর্থতায়। গত সপ্তাহে র‌্যাঙ্কিংয়ে ২৫২ রেটিং নিয়ে শীর্ষে ছিলেন নবী।

এশিয়া কাপে আহামরি কিছু না করলেও রেটিং ধরে রাখার মতো পারফরম্যান্স করেছেন সাকিব। ২ ম্যাচে ব্যাট হাতে ৩৫ রানের পাশাপাশি, বল হাতে নিয়েছেন ১ উইকেট। এর আগের প্রকাশিত  র‌্যাঙ্কিংয়ের ২৪৮ রেটিং ছিল সাকিবের। নবীর ৬ পয়েন্ট কমলে ২৪৮ রেটিং নিয়েই শীর্ষস্থানে উঠেছেন সাকিব।

নবী এশিয়া কাপে খেলা ৫ ম্যাচের ৪ ইনিংসে ব্যাট করে রান করেছেন মাত্র ১৬। অন্যদিকে বল হাতে নিয়েছেন ৩ উইকেট। এমন পারফরম্যান্স তাঁর রেটিং কমেছে ৬। ২৪৬ পয়েন্ট নিয়ে নেমে গেছেন তালিকার দুই নম্বরে। র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

সাকিব-নবীর ভাবনার কারণ হতে যাচ্ছেন ফর্মের তুঙ্গে থাকা শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপে বল হাতে ৯ উইকেট ও ব্যাট হাতে ৬৬ রান করে হয়েছেন টুর্নামেন্ট সেরা। ফাইনালে ব্যাট হাতে ৩৬ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ৩ উইকেট। তার প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে।

১ হাজার ২০ দিন পর পাওয়া সেঞ্চুরির প্রভাব পড়েছে বিরাট কোহলির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে। ১৪ ধাপ এগিয়ে টি–টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় আছেন ১৫ নম্বরে। এশিয়া কাপ ফাইনালে ৪৯ বলে ৫৫ রানের ইনিংস নিয়ে সমালোচনার মুখে পড়লেও শীর্ষস্থান ধরে রেখেছেন মোহাম্মদ রিজওয়ান।  তবে বাজে ফর্মের কারণে এইডেন মার্করামের কাছে তালিকার দুই নম্বর জায়গা হারিয়েছেন বাবর আজম। আছেন তালিকার তিন নম্বরে।

বোলারদের র‌্যাঙ্কিংয়ের তিন ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন তালিকার ছয় নম্বরে। অলরাউন্ডারের তালিকায় এগিয়েছেন সাত ধাপ। ১৮৪ রেটিং পয়েন্ট নিয়ে আছেন চার নম্বরে। আগামী টি–টোয়েন্টি বিশ্বকাপ ভালো করলে তাই সাকিব–নবীদের পেছনে ফেলার সুযোগ আছে হাসারাঙ্গার সামনে। হাসারাঙ্গা যে ফর্মে রয়েছেন তাতে কে জানে, এমন কিছু হয়েও যেতে পারে।

বাংলা ম্যাগাজিন এস/কে  

Back to top button