মাহমুদউল্লাহকে ছাড়াই আজ বিশ্বকাপ দল ঘোষণা করলো বিসিবি
আজ দুপুরে মিরপুরে বিশ্বকাপ টি-টোয়েন্টি দল ঘোষনা করেছে বিবিসি, টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহর।
দেশের ক্রিকেটে এখন আলোচনার বিষয় কেমন হচ্ছে টি২০ বিশ্বকাপ দল।সমর্থকদের মনে অনেক প্রশ্ন উঁকি দেওয়া স্বাভাবিক। বিশেষ করে বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহর থাকা না থাকা নিয়ে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল সংবাদ সম্মেলনে যে ইঙ্গিত দিয়েছেন, তাতে মাহমুদউল্লাহর থাকার সম্ভাবনা ছিলো কম।
দল ঘোষণার আগে মাহমুদউল্লাহর সঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু কথা বলবেন বলে জানান একজন পরিচালক। এ থেকেও একটা বিষয় পরিস্কার- বিশ্বকাপ পরিকল্পনায় মাহমুদউল্লাহ হয়তো নেই। ১৫ জনের স্কোয়াডে নেওয়া হলে প্রধান নির্বাচকের কথা বলার প্রয়োজন হতো না। শেষ মুহূর্তে নাটকীয় কিছু না ঘটলে মাহমুদউল্লাহকে ছাড়াই দেখা যেতে পারে টি২০ বিশ্বকাপ স্কোয়াড।
শেষমেশ ঘোষনা হলো বিশ্বকাপ টি-টোয়েন্টি দলে থাকছেনা মাহমুদউল্লাহ।
দলের ১৫ জন হলেন, সাকিব আল হাসান (অধিনায়ক) সাব্বির রহমান, মেহেদী হাসারান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন।
স্ট্যান্ডবাই থাকবে,শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান, সৌম্য সরকার।
বাংলা ম্যাগাজিন /এমএ
আমার মতে সেরা একাদশ। এই একাদশ নিয়ে মাঠে নামলে বিশ্বকাপ জয় লাভ করা সম্ভব।
১/ পাপন টেন্ডুলকার
২/ সুজন শর্মা
৩/ নান্নু ভিলিয়ার্স
৪/ হিরো আলম যাদব
৫/ সেফুদা ওয়ার্নার
৬/ মিঠুন শেখ
৭/ হিরো আলম
৮/ এবাদত আর্চার
৯/ রিপন দা
১০/ বাপ্পারাজ
১১/ মমতাজ পান্ডিয়া ।
বেস্ট অফ লাক টাইগার্স——🔥
আমার মতে সেরা একাদশ। এই একাদশ নিয়ে মাঠে নামলে বিশ্বকাপ জয় লাভ করা সম্ভব।
১/ পাপন টেন্ডুলকার
২/ সুজন শর্মা
৩/ নান্নু ভিলিয়ার্স
৪/ হিরো আলম যাদব
৫/ সেফুদা ওয়ার্নার
৬/ মিঠুন শেখ
৭/ হিরো আলম
৮/ এবাদত আর্চার
৯/ রিপন দা
১০/ বাপ্পারাজ
১১/ মমতাজ পান্ডিয়া ।
বেস্ট অফ লাক টাইগার্স——🔥