সালমানের নিজস্ব ব্রান্ডের পোশাকের স্টোর চালু হচ্ছে বাংলাদেশে
অভিনয়, মডেলিং, সঞ্চালনার পাশাপাশি বলিউড সুপারস্টার সালমান খান ব্যবসার সঙ্গেও যুক্ত।
পোশাকের নিজস্ব ব্রান্ড আছে তার। ভারতে ব্রান্ডটি বেশ জনপ্রিয়। ব্রান্ডটির নাম বিইং হিউম্যান। এবার বাংলাদেশেও ব্রান্ডটির পোশাক স্টোর চালু হচ্ছে।সালমান এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিডিও বার্তায় সালমান বলেছেন, হাই বাংলাদেশ। আপনাদের জন্য আমার একটি সারপ্রাইজ আছে। বিইং হিউম্যান পোশাকের স্টোর বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকায় চালু হচ্ছে।আগামী ১৫ সেপ্টেম্বর বনানীতে স্টোরটির উদ্বোধন অনুষ্ঠিত হবে।
স্টোরের উদ্বোধনীতে সবাইকে বিইং হিউম্যান পোশাকের স্টোরে আসার আহ্বান জানিয়েছেন সালমান।
বাংলা ম্যাগাজিন /এনএইচ