সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ।
ভারতের হয়ে জোড়া গোল করেছেন থাংলালসেন গাঙতে। পেনাল্টি থেকে বাংলাদেশের হয়ে এক মাত্র গোলটি করেছেন মিরাজুল ইসলাম। এর আগে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে এই ভারতের কাছে হেরেই রানার্স আপ হতে হয়েছিল বাংলাদেশকে। সেই হারের প্রতিশোধ নিতে চেয়েছিল অনূর্ধ্ব-১৭ দল।
ফলে ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটিই ছিল বাংলাদেশের কাছে অনেকটাই ফাইনালের মতোই। সেই ম্যাচে আবারও একই চিত্র। কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একের পর একে আক্রমণে ভারতের রক্ষণের পরীক্ষাই নিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। তবে আক্রমণগুলোর তাল কেটে যাচ্ছিল শেষ মুহূর্তে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দু’দলই। ম্যাচের ৫১ মিনিটে গাঙতের গোলে এগিয়ে যায় ভারত।
বক্সের ঠিক বাইরে থেকে তার বাঁ পায়ের বুলেট গতির শট জালে জড়ালে এগিয়ে যায় ভারত। আট মিনিট পরেই দলের ব্যবধান দ্বিগুণ করেন গাঙ্গতে। যদিও গোলটি নিয়ে কিছুটা বিতর্কের সৃষ্টি হয়েছে। নিশ্চিত অফ-সাইড ভেবে বাংলাদেশের ডিফেন্ডাররা থামাতে যাননি গাঙতেকে।
আর এই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি তিনি। ম্যাচের ৬৩ মিনিটে পেনাল্টি থেকে বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন মিরাজুল।
বাংলা ম্যাগাজিন /এনএইচ