জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাইকে পিটিয়ে হত্যা করেছে আপন ভাই ও ভাতিজা

গোপালগঞ্জে পারিবারিক বিরোধ ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পরিবহন ব্যবসায়ী এনামুল হক ফুল মিয়াকে (৪৮) পিটিয়ে হত্যা করছে আপন ভাই ও ভাতিজা। সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের মোচড়া গ্রামে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এনামুল হক ফুলমিয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে জানান, পারিবারিক বিরোধ ও জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে নিহত এনামুল হক ফুল মিয়ার সঙ্গে আপন পাঁচ ভাইয়ের মধ্যে মামলা চলে আসছিল। এ নিয়ে সন্ধ্যায় উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ ও কথাকাটির ঘটনা ঘটে।

এরই জের ধরে রাতে ছোট ভাই লিংকন মোল্যা ও বড় ভাই জাহাঙ্গীর মোল্যার ছেলে পুলিশ সদস্য কায়েস মোল্যাসহ কয়েকজন মিলে এনামুল হক ফুল মিয়াকে বেধড়ক মারধর করে আহত করে।

বাংলা ম্যাগাজিন /এসকে

Back to top button