মা হতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি

মা হতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সুখবরটি নিজেই জানালেন সামাজিক যোগাযোগমাধ্যমে।২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। এটা মাহির দ্বিতীয় সংসার। এর আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি।

আজ সোমবার রাত ১০টার দিকে সুখবরটি জানিয়ে মাহি লিখেন, ‘আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রং’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে রুপালি জগতে পা রাখেন। এরপর ‘পোড়ামন’ সিনেমার মাধ্যমে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন। মাহি অভিনীত সর্বশেষ সিনেমা মুক্তি পায় গত সপ্তাহে। ‘লাইভ’ নামের সিনেমাটি বর্তমানে দেশের ২৬টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

মাহি-রাকিবের সংসারে আসতে যাচ্ছেন তাদের প্রথম সন্তান। এমন খবরে মাহিকে অভিনন্দন ও শুভেচ্ছা দিচ্ছেন তার ভক্ত অনুরাগীরা।সন্তান আগমনের খবরে মাহিকে শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা পূর্ণিমা, নিপুণ আক্তার, আঁচল, আইরিন, জাহারা মিতু, পিয়া জান্নাতুল, নায়ক নিরব, ইমনসহ অনেকে।

বাংলা ম্যাগাজিন /এসকে

Back to top button