ভূয়া সিআইডি পরিচয়ে প্রতারক গ্ৰেফতার

মৌলভীবাজারের কুলাউড়ায় রোববার (১১ সেপ্টেম্বর) কুলাউড়া থানার অন্তরভূক্ত ৭নং ইউপি’র গাজীপুর চা বাগানের বালিছড়া লাইনে একজন প্রতারক বাংলাদেশ সিআইডি পুলিশ পরিচয়ে চা বাগানের দরিদ্র মহিলাদের বিধবা ভাতা ও টাকা পয়সা দেওয়ার বিভিন্ন প্রলোভন দেখিয়ে লোকজনের সাথে প্রতারনা করছে ৷

এমন সংবাদ প্রাপ্ত হইয়া এসআই(নিরস্ত্র)/নাঈমুল হাসান অভিযান পরিচালনা করিয়া গাজীপুর চা বাগানের বালিছড়া লাইনে এলাইছ মেম্বারের দোকানের সামন হইতে প্রতারক ১। রাজু রবিদাস (২০), পিতা-মৃত পরেশ রবিদাস, সাং-গাজীপুর চা বাগান, নতুন টিলা, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হইতে বাংলাদেশ আইন-শৃঙ্খলা বাহিনীর সিআইডি সংস্থার ০১(এক)টি জাল পরিচয়পত্র উদ্ধার করা হয়।

আসামী দীর্ঘদিন যাবত বিভিন্ন সংস্থার জাল আইডি কার্ড তৈরি করে সরকারি লোক পরিচয় দিয়ে চা বাগানের দরিদ্র মহিলাদের বিধবা ভাতার নামে টাকা পয়সা দিবে বলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা পয়সা নিয়া মানুষের সাথে প্রতারনা করে আসছে বলে আটকের পর স্বীকার করে।

আসামীর বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয় যার মামলা নং-১৪, তা: ১১/০৯/২০২২ইং ধারা: ১৭১/৪২০/৪৬৫/৪৬৮ পেনাল কোড ধারা অনুযায়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এই বিষয়ে সত্যতা জানতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুস ছালেক এর সাথে যোগাযোগ করলে তিনি এর সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি বলেন ভূয়া সিআইডি পরিচয়ে প্রতারককে আজ আদালতে প্রেরন করা হয়েছে।

বাংলা ম্যাগাজিন /এনএইচ

Back to top button