রাজধানীতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ দুপুর পর্যন্ত

রাজধানীতে গতকাল রোববার রাত থেকেই বৃষ্টি ঝরেছে। ঝিরঝির বৃষ্টির এ ধারা অব্যাহত ছিল আজ সোমবার সকাল পর্যন্ত। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ দুপুর পর্যন্ত।

গতকাল বোববার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামী তিন দিন বৃষ্টি চলতে পারে।

আবহাওয়া অফিসের আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ের মধ্য বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার থাকতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

বাংলা ম্যাগাজিন এস/কে 

Back to top button