টিলা কাটার অপরাধে ১লাখ টাকা জরিমানা।

মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে টিলা কেটে মাটি পাচারের অপরাধে ১ ট্রাক মালিককে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

আজ রবিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বানিকোনা গ্রামে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে ও বড়লেখা থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় অবৈধভাবে টিলা কেটে মাটি পাচারের দায়ে ১ জন ট্রাক মালিককে ভ্রাম্যমাণ আদালতের আওতায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় ১ টি মামলায় ট্রাকমালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে ও তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে এই অভিমান পরিচালনা প্রতিনিয়ত থাকবে বলে জানান সহকারী কমিশনার ভূমি জাহাঙ্গীর হোসেইন।

বাংলা ম্যাগাজিন /এনএইচ

Back to top button