আলোয় আলো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোয় আলো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ রবিবার ( ১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এমসিডা কর্তৃক আয়োজিত এডুকো বাংলাদেশ এর সহযোগিতায় পরিচালিত আলোয় আলো ফুটবল টূর্ণামেন্ট এর ফাইনাল খেলায় এমসিডার নির্বাহী পরিচালক তহিরুল ইসলাম মিলন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান, এডুকো বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদ, ডিরেক্ট্রর প্রোগ্রাম সাপোর্ট এডুকো বাংলাদেশ এর নিজাম উদ্দিন।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোয় আলো প্রকল্প এডুকো এর প্রজেক্ট ম্যানেজার মোঃ শরীফুল আলম, শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মিলন দাশগুপ্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, এমসিডার সভাপতি মিজানুর রহমান আলম প্রমুখ।
এই খেলা পরিচালনা করেন রেফারি হিসেবে মোঃ এমাদুর রহমান, মোঃ আবুল কাশেম ও মোঃ মিজানুর রহমান। ধারা ভাষ্য বিবরনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সাবেক ফুটবলার কামরুল হাসান দোলন।ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন উপজেলার মিরতিংগা চা-বাগান যুব ও কিশোর ক্লাব। খেলা অমিমাংসিত ভাবে শেষ হলে খেলা গড়ায় ট্রাইব্রেকারে ৫-৩ গোলে জুলেখানগর চা-বাগান যুব ও কিশোর ক্লাবেকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। এ ছাড়াও দু’দলের প্রত্যেক খেলোয়াড়কে মেডেল পরিয়ে দেন।
বাংলা ম্যাগাজিন /এনএইচ