সুদিন ফিরতে শুরু করেছে চলচ্চিত্রে

চলচ্চিত্র শিল্পী সমিতিরি সভাপতি ও বরেণ্য অভিনেতা নায়ক  ইলিয়াস কাঞ্চন বলেছেন, শিল্পী সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টায় চলচ্চিত্রে সুদিন ফিরতে শুরু করেছে।

তিনি বলেন, নির্বাচনের আগে শিল্পী সমিতির বর্তমান কমিটি চলচ্চিত্রের উন্নয়নে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার অনেকটাই পূরণ করতে পেরেছে। বাকি সময়ে অসমাপ্ত সব কাজ সম্পন্ন করতে প্রচেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, চলচ্চিত্র শিল্প যাতে আবার শক্ত অবস্থানে যেতে পারে শিল্পী সমিতি সে কাজগুলোই করে যাচ্ছে।

শনিবার সন্ধ্যায় উত্তরাস্থ লেক ড্রাইভ রোডের ৫ নম্বার বাড়িতে অবস্থিত একটি রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রেস্টুরেন্টের মালিক খোকনের উপস্থাপনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- চিত্র নায়িকা নিপুণ আকতার, নায়ক ফেরদৌস আহমেদ, সাইমন সাদিক, ইমন ও অভিনেতা যাদু আজাদ।অনুষ্ঠানে জানানো হয়, চলতি মাসে নিপুণ, ফেরদৌস, রিয়াজ, ইমনের অভিনীত নতুন ছবি মুক্তি পাচ্ছে।

যদিও ইতোমধ্যে সাইমনের অভিনীত ছবি মুক্তি পেয়েছে। এছাড়া ইলিয়াস কাঞ্চন ও রোজিনা অভিনীত একটি ছবিও মুক্তির অপেক্ষায় রয়েছে।

বাংলা ম্যাগাজিন /এনএইচ

Back to top button