পূর্ব ভারতের প্রথম মদের শপিং মল হচ্ছে কলকাতায়

মদে রাজস্ব আদায়ে পশ্চিমবঙ্গ সব রাজ্যকে প্রায় পেছনে ফেলে দিয়েছে। আর এবার পশ্চিমবঙ্গের আবগারি আইনেই আনা হলো বিরাট পরিবর্তন।  অফশপ থেকে মদ কিনতে পারেন ভোক্তারা আর অনশপ মানে পানশালায় বসে তুড়িও আনন্দ উপভোগ করতে পারেন।  এবার রাজ্যের যাবতীয় শপিং মলের দোকান থেকে মদের বোতল আপনি কিনতে পারবেন কিম্বা ইচ্ছা হলে সেখানে বসেও পান করতে পারবেন। থাকবে মন পছন্দ চার্টও।

একরাশ সুখবরের পাশাপাশি একটি দুঃসংবাদও আছে।পুজোর আগেই রাজ্যে মদের দাম বাড়ছে। দেশি মদের দাম বাড়ছে ২০ শতাংশ, বিলেতি মদ বাড়ছে সাত থেকে ১০ শতাংশ হারে। কলকাতায় মদের শপিং মলটা কোথায় তৈরি হবে? শহরের কেন্দ্রস্থলে আচার্য জগদীশ চন্দ্র বসু রোডে।

আবগারি আইন সংশোধন করে শপিং মলগুলোকে মদ বিক্রির অনুমতি দেয়া হচ্ছে। পূর্ব ভারতের প্রথম মদের শপিং মলও খুলছে কলকাতায়। ক্রেতারা সেখানে ঘুরে ঘুরে পছন্দসই মদ কিনতে পারবেন। বসে মদ্যপানও করতে পারবেন। পূর্বভারতে এই ধরনের মদের মল প্রথম হলেও দক্ষিণ ভারতের বেঙ্গালুরু শহরে এরকম একটি মল আছে।

বাংলা ম্যাগাজিন /এসকে

Exit mobile version