নিজের পোশাক নিলামে তুলতে যাচ্ছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র

টালিউড অভিনেত্রী শ্রীলেখা কখনো কাজ বা কখনো ব্যক্তিগত জীবনের জন্য হরহামেশাই থাকেন আলোচনায়। ফেসবুকে এক পোস্ট শেয়ার করে তিনি আবারও এসেছেন আলোচনায়।

বৃহস্পতিবার নিজের ফেসবুকে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। নিজের জামাকাপড়ের ছবি ফেসবুকে পোস্ট করে শ্রীলেখা লেখেন, অত জামাকাপড় আমার আর প্রয়োজন নেই। কিছু-কিছু নিলাম করবো, কেমন হবে? একবার পরা, একবারো না পরা অনেক পোশাক, শাড়ি আছে আমার।

নিলামে আয়কৃত অর্থ পথের কুকুরদের জন্য ব্যয় করবেন শ্রীলেখা।বিভিন্ন সময় বিভিন্নভাবে কটাক্ষের শিকার হয়েছেন এই তারকা। তবে এসবকে গায়ে মাখান না এখন আর। শ্রীলেখা তার জীবনে এমন কিছু করতে চান তিনি যা কিনা পজিটিভ কিছু নিয়ে আসবে।

ঠিক যেমন অভিনয়ের পাশাপাশি সিনেমা পরিচালনা ও প্রযোজনা, যা কিনা তার অনুরাগীদের কাছে আরও জনপ্রিয় করে

বাংলা ম্যাগাজিন /এনএইচ

Back to top button