দীপিকাকে দেখা যাবে রণবীরের মায়ের চরিত্রে

শুক্রবার মুক্তি পেয়েছে অয়ন মুখোপাধ্যায়ের ছবি ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান শিবা’। ৪১০ কোটি রুপি বাজেটের এই ছবি তৈরি করতে সময় লেগেছে প্রায় ছ’বছর।

চমৎকার ‘ভিএফএক্স’ সঙ্গে ‘রণলিয়া’ ফ্যাক্টর থাকা সত্ত্বেও বক্স অফিসের ভাগ্যে কী রয়েছে, তা বোঝা যাবে আর কিছু দিন পর। তবে মুক্তির ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বলি পাড়ায় নতুন গুঞ্জন। ‘ব্রহ্মাস্ত্র’র দ্বিতীয় কিস্তিতে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে, এ কথা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল।

এবার নতুন খবর, এই ছবির পরবর্তী পর্বে রণবীরের মায়ের চরিত্রে দেখা যেতে পারে দীপিকাকে। জলদেবী রূপে ধরা দিতে পারেন নায়িকা। তবে ছবি মুক্তির পর শোনা যাচ্ছে নতুন চরিত্রের কথা। রণবীরের চরিত্র গঠনে সাহায্য করবে দীপিকার আবির্ভাব।শুধু দীপিকা নয়, কানাঘুষো শোনা যাচ্ছে, হৃতিক রোশন কিংবা রণবীর সিংহকে দ্বিতীয় ছবিতে এই চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছে।

আপাতত ‘ব্রহ্মাস্ত্র’র প্রথম পর্বের নেশাতেই বুঁদ। তবে কবে থেকে ‘ব্রহ্মাস্ত্র’র দ্বিতীয় পর্বের কাজ শুরু করবেন অয়ন, তা এখনও জানা যায়নি।

বাংলা ম্যাগাজিন /এনএইচ

Back to top button