রাজবাড়ী সদরে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে

আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে রাজবাড়ি উপজেলার খানখানাপুর বাজারে সুরাজ মোহনী ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনের বটতলায় কফি শপে বসে থাকা এক যুবককে  চারজন লোক দুটি মোটরসাইকেলে করে এসে গুলি করে হত্যা করে।

নিহত ব্যক্তির নাম আরিফুর রহমান ওরফে রকি (২৭)। তিনি খানখানাপুর ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের আবদুর রাজ্জাক শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কিছু আলামত উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আরিফুর খানখানাপুর সুরাজ মোহনী ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনের বটতলায় ফয়সাল নামের একজনের কফি শপে কয়েকজন বন্ধুর সঙ্গে বসে ছিলেন। এ সময় চারজন লোক দুটি মোটরসাইকেলে এসে তাঁর ওপর কয়েকটি গুলি চালায়।

আরিফুর মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স আবদুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই যুবক মারা গেছেন। তাঁর মাথায় দুটি গুলি লেগেছে।

বাংলা ম্যাগাজিন /এমএ

Back to top button