দাইনুর সীমান্তে নিহত তরুণের লাশ এখনো ফেরত দেয়নি বিএসএফ

বুধবার রাত সাড়ে ১০ টায় দিনাজপুরের দাইনুর বিওপির ৩১৫ নম্বর মেইন পিলারের সীমান্তের কাছে এক বাংলাদেশি তরুণকে গুলি করে হত্যার পর মরদেহ নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তার মরদেহ এখনো পড়ে আছে ভারতের দক্ষিণ দিনাজপুরের হরহরিপুর বিওপি ক্যাম্পের অধীনে তেলিয়াপাড়া এলাকায়।

দিনাজপুরের দাইনুর সীমান্তে মিনহাজ ইসলাম মিনার (১৭) নামে নিহত বাংলাদেশি তরুণের লাশ এখনো ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। মরদেহ ফেরতের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।ভারতীয় গণমাধ্যমে প্রচারিত এক রিপোর্টে এমনি চিত্র ফুটে উঠেছে।

এদিকে ছেলের মরদেহ ফেরত না পাওয়ায় শোকের মাতম বইছে ওই পরিবার। নিহত মিনহাজ ইসলাম মিনার (১৭) দিনাজপুর সদর উপজেলার ৯ নং আস্করপুর ইউনিয়নের খানপুর ভিতরপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। মিনার খানপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। ঘটনার রাতে তারা ৫ বন্ধু ভারতে গিয়েছিলো মাছ ও কচ্ছপের শুটকি আনতে।

আজ শুক্রবার দিনাজপুর-২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)এর অধিনায়কের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন দেয়া হলেও ফোন রিসিভ হয়নি। তবে দাইনুর বিজিবি বিওপির নায়েক সুবেদার আখতার হোসেন বলেছেন, এ বিষয়ে বিএসএফের কাছে আমরা চিঠি পাঠিয়েছি। আর বেশি কিছু জানি না।

বাংলা ম্যাগাজিন /এমএ

Exit mobile version