আগামীকাল রাজধানীতে ১২ ঘন্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
রাজধানীর কয়েকটি এলাকায় আগামীকাল (বৃহস্পতিবার) ১২ ঘণ্টা গ্যাস থাকবে না বলে জানিয়েছে, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে । তিতাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে গ্যাস সরবরাহ বন্ধ থাকার এ ঘোষণা দেওয়া হয়েছে।
গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে আজ বুধবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এটি জানিয়েছে তিতাস।
কাল বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইনের জরুরি কাজের জন্য সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখবে রাজধানীর গ্যাস বিতরণকারী সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতাল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও মার্কিন দূতাবাস এলাকার সব ধরনের গ্রাহকদের গ্যাস সরবরাহ কাল বন্ধ থাকবে।
এ ছাড়া উত্তরা আবাসিক এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রাহকদের সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে।
বাংলা ম্যাগাজিন /এমএ