রোহিতদের তুলোধুনো কেনো
এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের পথ প্রস্তুত করে ফেলেছে ভারত।পুরো টুর্নামেন্টে বোলিং বেশ ভুগিয়েছে ভারতকে। পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচে ভারতের হারার অন্যতম প্রধান কারণ বলা যায় বোলিং সমস্যা। কেননা ভারতীয় দলের প্রধান অস্ত্র জাসপ্রিত বুমরাহ চোটের জন্য দলে ছিলেন না। এছাড়াও ১৫ সদস্যের দলে রাখা হয়নি ডানহাতি পেসার মোহাম্মদ শামিকে।
এবারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের অন্যতম সফল বোলারকে না দেখে রীতিমত অবাক হয়েছেন অনেকে।সুপার ফোরে প্রথম দুই ম্যাচে হেরে যাওয়ায় মোহাম্মদ শামিকে কেন এশিয়া কাপের দলে রাখা হয়নি তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। এ নিয়ে রোহিত শর্মাদের তুমুল সমালোচনা করলেন ভারতীয় পুরুষ দলের সাবেক হেড কোচ রবি শাস্ত্রী।রবি শাস্ত্রীর স্পষ্ট বক্তব্য, শামি যেখানে আইপিএলে এত ভালো খেলেছেন, সেখানে কোন যুক্তিতে তাকে দলে রাখা হয়নি, সেটা ভেবে স্রেফ হতবাক হয়ে যাচ্ছেন।শ্রীলঙ্কা ম্যাচে ভারতের হারের পর এশিয়া কাপের সরকারি সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের অনুষ্ঠানে একেবারে স্পষ্ট ভাষায় রবি শাস্ত্রী বলেন, ‘শামিকে কেন এশিয়া কাপের দলে নেওয়া হয়নি,
সেটা ভেবেই আমি হতবাক হয়ে যাচ্ছি।’রোহিতদের উদ্দেশ্যে শাস্ত্রীর কটাক্ষ, আইপিএলে এত ভালো খেলার পর বাড়িতে বসে হাওয়া খেতে হচ্ছে শামিকে।সুপার ফোরে পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন পেসারের অভাব টের পেয়েছে ভারত। তৃতীয় পেসার হিসেবে হার্দিক পান্ডিয়াকে ব্যবহার করেছেন রোহিত, রাহুল দ্রাবিড়রা। আইপিএল থেকে ভালো ছন্দে থাকলেও পান্ডিয়া যে নিয়মিত বিশেষজ্ঞ পেসারের জায়গা পূরণ করতে পারবেন না, তা নিয়ে কোনও সন্দেহ নেই ক্রিকেট বিশেষজ্ঞদের।তাদের বক্তব্য, হার্দিক যে ধরনের বল করেন, তাতে পিচের সাহায্য় লাগে।
এশিয়ায় সেভাবে পিচ থেকে সাহায্য পান না। বরং অস্ট্রেলিয়ার (সেখানেই টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে) মতো দেশে হার্দিক অনেক বেশি কার্যকরী। তারপরও এশিয়া কাপের পুরো স্কোয়াডে মাত্র তিন পেসারকে (ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং এবং আবেশ খান) রেখেছে ভারত
বাংলা ম্যাগাজিন /এনএইচ