বাংলাদেশ

খোলাবাজারে (ওএমএস) বিক্রি কার্যক্রম চলবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, বাজার পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত খোলাবাজারে (ওএমএস) বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে।আজ মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বোরো সংগ্রহ অভিযান ২০২২ ও চলমান খাদ্যবান্ধব এবং ওএমএসসহ সামগ্রিক খাদ্য পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী এ কথা জানান। সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পর সরকার খোলাবাজারে (ওএমএস) ন্যায্যমূল্যে চাল, আটাসহ নিত্যপণ্য বিক্রি করছে। সেই বাজার পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত ওএমএস বিক্রি কার্যক্রম চলবে বলে জানালেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বাংলা ম্যাগাজিন /এমএ

Back to top button