অপরাধ

মৌলভীবাজারে দুটি ঔষধের প্রতিষ্ঠানকে জরিমানা।

মৌলভীবাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুইটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।রোববার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক আল-আমিনের নেতৃত্বে শহরের শ্রীমঙ্গল সড়ক এবং শাহ মোস্তফা সড়কে অভিযান পরিচালনা করা হয়।

এতে সহযোগিতা করে র‍্যাব-৯, শ্রীমঙ্গল আঞ্চলিক কার্যালয়ের একটি দল।এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে দুটি স্বাস্থ্যসেবা প্রদানকারী বাণিজ্যিক প্রতিষ্ঠানকে অর্থদণ্ডে দন্ডিত করে জরিমানা করা হয়।ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক আল-আমিন প্রতিবেদক’কে বলেন- ‘শ্রীমঙ্গল রোডে অবস্থিত রয়েল মাল্টিকেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে মেয়াদোউত্তীর্ণ ঔষধ পাওয়া যাওয়া।

তাদের প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া সেবার মূল্য তালিকা না থাকা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না করা, সেবার মূল্য তালিকার সাথে রসিদ কপির মিল না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শাহ মোস্তফা রোডে অবস্থিত মেসার্স সিফাত মেডিক্যাল স্টোরকে ১০ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করে জরিমানা করা হয়।’ তিনি আরো বলেন- ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান চলমান থাকবে।

সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সব সময় কাজ করে যাচ্ছে আগামীতে ও এমন অভিযান পরিচালনা চলমান থাকবে।

বাংলা ম্যাগাজিন /এনএইচ

Back to top button