কাশিমপুর কারাগারে আজ ২ ঘণ্টার ব্যবধানে ২ কয়েদির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আজ সোমবার সকালে দুই ঘণ্টার মধ্যে দুই কয়েদির মৃত্যু হয়েছে। তাঁদের মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।এ দুজন হলেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মহিষতারা গ্রামের আবু বক্কর সিদ্দিক (৬২)। তাঁর কয়েদি নম্বর ৪০৪৮। অপরজন মাদারীপুরের শিবপুর উপজেলার চর জানাজা গ্রামের লাল মিয়ার ছেলে খোকন ব্যাপারী (৪২)। তাঁর কয়েদি নম্বর ৭০৯/১৫।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন আবু বক্কর সিদ্দিক। আজ সকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক সকাল ১০টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি মুক্তাগাছা থানার একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দী ছিলেন।

অপর দিকে সকাল আটটার দিকে কারাগারের ভেতর খোকন ব্যাপারী অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করে সকাল নয়টার দিকে মৃত ঘোষণা করেন। তিনি ঢাকার রমনা থানার মামলায় কারাগারে বন্দী ছিলেন।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার জাহান দুই কয়েদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ৮টা ও সকাল ১০টায় কারাগারের ভেতর ওই দুজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের হাসপাতালে নিলে চিকিৎসক ওই দুজনকে মৃত ঘোষণা করেন। আইনিপ্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলা ম্যাগাজিন এস/কে 

Back to top button