অর্থ ও বাণিজ্যজাতীয়বাংলাদেশ

দেশের মানুষের ভয়ের কিছু নাই,এখনো ৪০ বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ আছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ‘এই দেশ-জাতির ভয়ের কিছু নাই। আমাদের এখনো ৪০ বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ আছে। যে রিজার্ভ আছে, যদি সারা দেশে কোনো ফসলই না হয়, তবুও ১৭ কোটি মানুষকে ৯ মাস খাওয়ানোর মতো সক্ষমতা আছে বাংলাদেশের।’আজ বুধবার দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরে এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা তিনি বলেন।

শাহরিয়ার আলম বলেন, ২০১৩ ও ২০১৪ সালে ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টে রেজল্যুশনে পরিষ্কারভাবে বলা আছে, জামায়াতে ইসলাম উগ্রবাদী মৌলবাদী সংগঠন। বিএনপিকে জামায়াতে ইসলাম ছাড়তে হবে। এখন বিএনপি-জামায়াত আন্তর্জাতিক অঙ্গনে পতিত দল হিসেবে পরিচিত, তাদের কেউ বিশ্বাস করে না। বিএনপির সারা দেশে ১৫১ আসনেও প্রার্থী দেওয়ার নেতা নেই। যাঁরা প্রবীণ রাজনীতিক আছেন, তাঁরা তারেক রহমানের নেতৃত্বে দল করতে চান না।

সভায় ছাত্রলীগ সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রতিটি মুক্তির সংগ্রামে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা রেখেছে। এ কারণে তারা অতীতে যেমন ষড়যন্ত্রের শিকার হয়েছে, এখনো তাই হচ্ছে। এখন অনেকের লক্ষ্যই ছাত্রলীগ। এমনকি কিছু জাতীয় দৈনিকের। এটা চক্রান্তের অংশ। এই চক্রান্ত দেশে আছে, এই চক্রান্ত বিদেশে আছে।

মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খানের সভাপতিত্বে শোকসভায় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ফাত্তাহ, জেলা পরিষদ প্রশাসক পংকজ কুণ্ডু প্রমুখ।

বাংলা ম্যাগাজিন /এসকে

২ মন্তব্য

  1. হালা কুততাই বলে কি।নয় মাস খাওয়ানোর ফসল আসে বুঝলাম ।কিন্তু ফসল কিনে খাওয়ার জন্য জনগণের কাছে কত দিনের টাকা আছে।দেশের সব টাকা তো চুরি করেছিস।তার জন্য দেশের আজ বেহাল অবস্থা ।

  2. হালা কুততাই বলে কি।নয় মাস খাওয়ানোর ফসল আসে বুঝলাম ।কিন্তু ফসল কিনে খাওয়ার জন্য জনগণের কাছে কত দিনের টাকা আছে।দেশের সব টাকা তো চুরি করেছিস।তার জন্য দেশের আজ বেহাল অবস্থা ।

Back to top button