বিএনপি-জামায়াত বাংলাদেশকে অচল করে দিতে চায়ঃ বাহাউদ্দিন নাসিম

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‌‘বিএনপি-জামায়াত কথায় কথায় বাংলাদেশকে অচল করে দিতে চায়। এরা দেশের উন্নয়ন অগ্রগতি ও শেখ হাসিনার উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এরা সবসময় দেশে আঘাত আনতে চায়। এরা কখনো চায় না দেশের উন্নতি হোক।

এরা চায় বাংলাদেশকে মিনি পাকিস্তান বানাতে এবং তারা দেশে তালেবানি শাসন কায়েম করতে চায়। এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা দেশে এদের খুন, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও হত্যার রাজনীতি আর করতে দেব না।’ জাতীয় শোক দিবস উপলক্ষে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে সোমবার বিকালে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপির নেত্রী খালেদা জিয়া তার স্বামীর মতো জাতির পিতার হত্যাকারীদের পুরস্কৃত করেছিলেন। তাদের রাজনীতিতে পুর্নবাসন করেছেন। রাজনীতিতে এনে সংসদে বসার সুযোগ দিয়েছেন। তার লক্ষ্য ছিল জাতির পিতার সোনার বাংলাদেশকে বিতর্কিত করা।

আমাদের বাঙালির জাতীয়বাদকে ধ্বংস করা। তারা চেয়েছিল জাতির পিতার অসাম্প্রদায়িক বাংলাদেশের মূলনীতিকে উপড়ে ফেলতে। খালেদা জিয়া এই দ্বন্দ্ব ধ্বংসের রাজনীতি শুরু করেছিলেন। তার সকল অপকর্মের জবাব বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দিয়েছেন। তিনি দীর্ঘ ২১ বৎসর লড়াই-সংগ্রাম করে আমাদের রক্ষা করেছেন।’

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘তাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী মানবিক বিবেচনায় ঘরে বসে চিকিৎসা নেওয়ার সুযোগ দিয়েছেন। কিন্তু তিনি চিকিৎসার নামে হাসপাতালে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আর এর মূল নেতৃত্ব দিচ্ছে ৭ হাজার মাইল দূরে বসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান তার বাবা খুনি জিয়াউর রহমানের পথেই হাঁটছে। এই তারেক রহমানের নেতৃত্বে একুশে আগস্টে আমাদের মাননীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড হামলা করেছিল।’

জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নানের সভাপতিত্বে ও জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে. এম. আযম খসরুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান সিরাজ, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যকরী সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম প্রমুখ।

আওয়ামী লীগের এ নেতা বলেন, আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আজ আমরা বিশ্বের মধ্যে সন্মানিত জাতি। বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বিশ্বের বড় বড় নেতা আজ শেখ হাসিনাকে সন্মান করে। আমাদের জাতির পিতার আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। জাতির পিতার আদর্শের প্রতি বিশ্বস্ত হয়ে তার আদর্শ বাস্তবায়নে শেখ হাসিনার পাশে থেকে আমাদের নীতিবান হতে হবে, আদর্শবান হতে হবে, নৈতিক শক্তিতে বলিয়ান হতে হবে।’

বাংলা ম্যাগাজিন /এসকে

Exit mobile version