‘আপত্তিকর ফটোশুট’ বিতর্কে মুখ খুললেন কাজল

কাজল আগারওয়াল, ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। ২০১০-এ রোহিত শেঠি পরিচালিত ‘সিংহাম’সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি।এই পরিচিতি, জনপ্রিয়তার যেমন ইতিবাচক দিক আছে, তেমনই রয়েছে নেতিবাচক দিকও। বিতর্ক যেন অভিনেতাদের পিছু ছাড়ে না।

২০১১ সালে একটি পত্রিকার জন্য নায়িকার আপত্তিকর ফটোশুট বিতর্কের সৃষ্টি করে। যে ছবিতে নিজের দুই হাত দিয়ে ঊর্ধ্বাঙ্গ ঢেকেছিলেন অভিনেত্রী। আর এই ছবি প্রকাশ্যে আসা মাত্রই তৈরি হয় বিতর্ক। তবে এই প্রসঙ্গে নায়িকার দাবি, তিনি এই ধরনের কোনও ফটোশুট কখনও করেননি।প্রায় এক যুগ আগেকার সেই বিতর্ক প্রসঙ্গে এতদিন বাদে মুখ খুললেন কাজল।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “এই ধরনের ছবি কোনও দিন তুলিনি। আমার ছবিকে বিকৃত করেছে ওই পত্রিকা।”পরে ওই পত্রিকার পক্ষ থেকে একটি পাল্টা বিবৃতিতে জানানো হয়, এই ধরনের কাজ তারা করতেই পারে না।

তারা কখনও কারও ছবি বিকৃত করেনি।আপাতত স্বামী, সন্তান নিয়ে সুখে সংসার করছেন কাজল আগারওয়াল।

বাংলা ম্যাগাজিন /এনএইচ

Back to top button