বেইলি রোডে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহতরা ঢামেকে চিকিৎসা নিচ্ছে
রোববার রাত ১০টার দিকে পল্টন থানা ছাত্রলীগ ও রমনা থানা ছাত্রলীগের কর্মীরা আড্ডা দিতে গিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
রাজধানীর বেইলি রোডে আড্ডা দিতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগের একাধিক কর্মী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রমনা থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে বেইলি রোডে আড্ডা দেয়াকে কেন্দ্র করে পল্টন থানা ও রমনা থানা শাখা ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
একাধিক ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন বলে শুনেছি। তবে ঘটনাস্থলে গিয়ে একজনকে আহত অবস্থায় পাওয়া গেছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বাংলা ম্যাগাজিন / এমএ