আফগান ক্রিকেট দলকে তালেবানের অভিনন্দন

বড় জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছে আফগানিস্তান ক্রিকেট দল। শনিবার আসরের প্রথম ম্যাচেই আফগানরা ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কাকে।

উড়ন্ত এ সূচনার পর আফগানিস্তান ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে ক্ষমতাসীন তালেবান সরকার।রোববার ডেইলি জং জানায়, তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় আফগানিস্তান দলকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে সাফল্যের জন্য আফগান খেলোয়াড়দের অভিনন্দন।’মুজাহিদ আরো লেখেন, ‘আফগানিস্তানের খেলোয়াড়রা শ্রীলঙ্কাকে পরাজিত করে দেশের জন্য গৌরব অর্জন করেছে। আমরা তাদের আরো সাফল্য কামনা করি।

’উল্লেখ্য, গতকাল শনিবার সংযুনক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে মাত্র ১০৫ রানে অলআউট করে দেয় আফগানিস্তা। জবাবে মাত্র দুই উইকেট হারিয়ে ১০ ওভার ১ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। আফগানিস্তানের পরের ম্যাচ আগামী ৩০ আগস্ট বাংলাদেশের বিপক্ষে।

বাংলা ম্যাগাজিন /এনএইচ

Back to top button