৮ম শ্রেণির ছাত্রীকে একা পেয়ে বসতঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্কুল থেকে আসার পথে ৮ম শ্রেণির ছাত্রীকে একা পেয়ে বসতঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে মাসুম বিল্লাহ নামের এক বখাটে। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে রামগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন ৯(ক) ধারায় মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দঃ হাজীপুর পাটওয়ারী বাড়ীর সুপারি বাগানের ভিতরের রাস্তা দিয়ে ৮ম শ্রেণীর ছাত্রী বিদ্যালয়ের ছুটি শেষে মাসুম বিল্লাহদের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় ওই ছাত্রীকে একা পেয়ে জোরপূর্বক টেনে হিঁচড়ে বসতঘরে ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ছাত্রী বাড়ীতে এসে তার মাকে বিষয়টি খুলে বললে মা ফিরোজা বেগম রামগঞ্জ থানায় উপস্থিত হয়ে নারী ও শিশু নির্যাতন ৯(ক) ধারায় মামলা দায়ের করেন।

উপজেলার  মোহাম্মীয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু ইউসুফ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধর্ষক মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর কারাগারে প্রেরণ করেছে। বখাটে ধর্ষক মাসুম বিল্লাহ উপজেলার ৬নং লামচর ইউনিয়নের দক্ষিণ হাজীপুর গ্রামের পাটওয়ারী বাড়ীর মৃত মহিউদ্দিন শাহআলমের বড় ছেলে।

ঘটনাটি ঘটেছে ২৪শে আগস্ট বিকালে দঃ হাজীপুর পাটওয়ারী বাড়ীতে। আজ দুপুরে ঘটনাস্থলে গেলে ধর্ষক মাসুম বিল্লাহর মা ঘটনার বর্ণনা দিয়ে মিডিয়ায় সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন।

তদন্তকারি কর্মকর্তা এস আই আবু ইউসুফ জানান, ধর্ষিতা স্কুল ছাত্রীকে ২২ ধারা মোতাবেক স্বাস্থ্য পরীক্ষা সম্পূর্ণ করা হয়েছে। এছাড়াও ধর্ষক মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাটিয়ে ধর্ষককে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাংলা ম্যাগাজিন এস/কে 

Back to top button