বিকেলে আবারও হাসপাতালে যাবেন বেগম জিয়া

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে। রোববার (২৮ আগস্ট) বিকেলে গুলশানের বাসা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে তাকে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।শায়রুল কবির খান বলেন, ‘বেগম খালেদা জিয়ার চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী বেগম খালেদা জিয়াকে আজ বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

’তিনি আরও জানান, পরবর্তীতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মতো ব্যবস্থা নেওয়া হবে।এর আগে, গত ২২ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। সেদিন তার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার পর রাতেই বাসায় ফেরেন তিনি।

বাংলা ম্যাগাজিন /এনএইচ

৮ মন্তব্য

Back to top button