শিগগিরই হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আরও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে তাঁর শরীরে। এ পরীক্ষা বা টেস্টগুলোর রিপোর্ট পাওয়ার পর তাঁর হার্টে ধরা পড়া অপর দুটি ব্লকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এর আগে একটি ব্লুকে অস্ত্রোপচারের মাধ্যমে রিং পরানো হয় তাঁর হার্টে।

বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গত রাতে  এসব তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন করে আরও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার কথা বলা হয়েছে। শিগগিরই সেগুলো সম্পন্ন করা হবে।গত মঙ্গলবার মেডিকেল বোর্ডের সর্বশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি। আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন ৭৭ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী।

আরও জানা যায় যে , বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। ভালো কিংবা খারাপ কোনোটাই বলা যাবে না। নতুন করে আরও কিছু টেস্ট করানোর সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। সেসব টেস্টের রিপোর্ট হাতে আসার পর সেগুলো পর্যালোচনা শেষে মেডিকেল বোর্ড বলতে পারবে- তাঁর প্রকৃত শারীরিক অবস্থা এবং পরবর্তী করণীয় কী!

এর আগে সোমবার রাতে এভারকেয়ার হাসপাতালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাসায় ফেরেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ওই দিন বিকালে হাসপাতালে তাঁর সাতটি পরীক্ষা করানো হয়। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেওয়া প্রয়োজন বলে পুনরায় পরামর্শ দেয় মেডিকেল বোর্ড।

বাংলা ম্যাগাজিন / এমএ

২ মন্তব্য

Back to top button