কাঁঠালগাছে গৃহবধূর লাশ উদ্ধার

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় সরস্বতী গোয়ালা (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ আগস্ট) সকালে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের তারাপাশা চা বাগানের বাড়ির পাশের একটি কাঁঠালগাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ সরস্বতী ওই এলাকার দীপক গোয়ালার স্ত্রী।

স্থানীয়দের বরাতে পুলিশকে জানায। পারিবারিক কলহের জের ধরে সরস্বতী দিবাগত রাতে বাড়ির পাশের একটি কাঁঠালগাছের ডালের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে জানায়।

খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমান পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালিক এর সাথে দুপুরের দিকে যোগাযোগ করা হলে প্রতিবেদক’কে জানান, সুরতহাল রিপোর্ট তৈরি শেষে নিহত সরস্বতীর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

 

বাংলা ম্যাগাজিন /এসপি

Back to top button