রাজধানীর শাহবাগ এলাকায় অর্ধদিবস হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল
রাজধানীর শাহবাগ এলাকায় অর্ধদিবস হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। জ্বালানি তেল ও সারসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই হরতাল ডাকা হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাজধানীর শাহবাগ এলাকায় তারা এই বিক্ষোভ মিছিল করে। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ব্যানারে একটি মিছিল কাঁটাবন থেকে শাহবাগ এলাকা হয়ে প্রেসক্লাবের মৎস্য ভবন মোড়ের দিকে চলে যায়।
জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যসহ নিত্যপণ্য ও পরিবহনের ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল ভোর ৬টা থেকে চলছে। এই হরতালকে সামনে রেখে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে।
প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর ব্যানারে আরেকটি মিছিল কাঁটাবন এলাকা থেকে শাহবাগ মোড়ে আসে। অর্ধশতাধিক পুলিশ শাহবাগ মোড়ে মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করে। পরে মিছিলটি কারওয়ান বাজারের দিকে যায়।
বাটা সিগন্যাল মোড়ে দাঁড়িয়ে দেয়া বক্তব্যে ছাত্র ফেডারেশনের (ওমর গ্রুপ) সভাপতি মিতু সরকার বলেন, ‘এই হরতাল আমাদের সবার; এই হরতাল জনগণের। জনগণের অধিকার আদায়ের জন্যই আমাদের এই হরতাল। তাই এই হরতালকে সফল করতে হলে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দরকার।’
তিনি বলেন, ‘অনেকেই বলতে পারেন, গাড়ি চলছে। তাহলে কিসের হরতাল? কিন্তু আমরা বলতে চাই, বাসে বসে আছে যে মানুষটি, তারাও বলছে এই হরতালের ন্যায্যতা আছে।‘গতকাল (বুধবার) আমরা যখন হরতালের সমর্থনে প্রচারণা করছিলাম, তখনও মানুষ আমাদের এই হরতালের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে।’
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সহসভাপতি ফাহিম বলেন, ‘আজ ঘরে বসে থাকার সময় নেই। সারা দেশের মানুষ অসহনীয় পর্যায়ে আছে। অথচ সরকারের এ নিয়ে কোনো ভাবনা নেই।‘এই সরকারকে আর এভাবে চলতে দেয়া যায় না। এই অন্যায্যতার বিরুদ্ধে আমাদের আজকের এই হরতাল।’
বাংলা ম্যাগাজিন এস/কে