‘বৈদ্য’ নিয়ে মোশাররফ করিম

নাটকেই নিয়মিত অভিনেতা মোশাররফ করিম। এরমধ্যেই চমক আকারে হাজির হন বড় পর্দার। যার প্রতিটিই হয়েছে আলোচিত। এবার এই তারকা অভিনয় করতে যাচ্ছেন ‌‌‌‘কাঠবিড়ালী’-খ্যাত নির্মাতা নিয়ামুল মুক্তার ছবিতে।

চলতি বছরের শুরুতেই হয়েছে এর চুক্তি। নতুন ছবির নাম ‘বৈদ্য’। বিষয়টি জানালেন নিয়ামুল নিজেই।তিনি বলেন, ‘চলচ্চিত্র তৈরির পরই আমি সবাইকে জানাই। এতে করে আমার মতো কাজ করতে সুবিধা হয়। গতকাল (২২ আগস্ট) ছিল মোশাররফ করিম ভাইয়ের জন্মদিন। তাকে শুভেচ্ছা জানাতে গিয়ে বিষয়টি বলে ফেলেছি।

আরেকটু সময় যাক, তারপর সবাইকে বলবো।’তিনি জানান, ‘বৈদ্য’ সিনেমায় প্রায় ছয় মাস আগে চুক্তি হয়েছে। ধীরে ধীরেই এর কাজ চলছে। সিনেমাটির গল্পে থ্রিলার থাকবে। এর দৃশ্যধারণ শুরু হবে নভেম্বর ডিসেম্বরের দিকে।

এখন পর্যন্ত সিনেমাটির প্রযোজক নিয়ামুল মুক্তা নিজেই।তবে ভবিষ্যতে আরও একজন প্রযোজক এতে যুক্ত হবেন। আর ‌‘বৈদ্য’ এটি এই পরিচালকের তৃতীয় ছবি। আগের দুটি হলো- কাঠবিড়ালী ও রক্তজবা।

বাংলা ম্যাগাজিন /এনএইচ

Back to top button