ছাদ থেকে লাফিয়ে এক স্কুলছাত্রী ‘আত্মহত্যা’
রাজধানীর একটি বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে এক স্কুলছাত্রী ‘আত্মহত্যা’ করেছে বলে জানিয়েছে পুলিশ।গতকাল মঙ্গলবার বিকেলে তেজগাঁও রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। শিক্ষার্থীর নাম পারপিতা ফাইহা। সে হলিক্রস স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ জানায়, ঘটনার পর পারপিতাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে নেওয়া হয় পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পারপিতা মারা যায়।পারপিতা পরিবারের সঙ্গে থাকত। তার বাবা একজন ব্যবসায়ী।
পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মাহমুদ জানান, স্কুল থেকে ফিরে ওই শিক্ষার্থী ফ্ল্যাটে না ঢুকে সরাসরি ১২ তলা ভবনের ছাদে চলে যায়। সেখানে গিয়ে স্কুলের পোশাক পরা অবস্থায় লাফ দিয়ে নিচে পড়ে।
মাহমুদ হাসান আরও জানান, পারপিতা লাফ দেওয়ার সময় ভবনের পাশে সরকারি বিজ্ঞান কলেজের কয়েকজন শিক্ষার্থী মাঠে খেলছিল। পারপিতা লাফ দিতে যাচ্ছে বুঝতে পেরে তারা চিৎকার করে। এ কারণে মেয়েটি একবার লাফ দিতে গিয়েও দেয়নি। কিছুক্ষণ পর মেয়েটি ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে।
ঠিক কী কারণে পারপিতা ‘আত্মহত্যা’ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান মাহমুদ হাসান।
বাংলা ম্যাগাজিন / এমএ