আওয়ামী লীগএক্সক্লুসিভজাতীয়ঢাকানারায়ণগঞ্জনির্বাচনবাংলাদেশরাজনীতি

২০২৪ নির্বাচনে ক্ষমতায় শেখ হাসিনাই থাকবেনঃ শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘বাংলাদেশে সবচেয়ে বড় ধাক্কা আসতেছে, সবচেয়ে বড় ষড়যন্ত্র আসতেছে। একটা কথা বলতে চাই, এতদিন সহ্য করেছি, আর না। ছাড় হবে না।

২০২৪-এর জানুয়ারিতে যে নির্বাচন হবে, ক্ষমতায় শেখ হাসিনাই থাকবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই থাকবেন।’আজ মঙ্গলবার সকালে সবুজবাগ এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের কর্মী সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘যারা আমার বঙ্গবন্ধুকে মারল, ২১ আগস্টের ঘটনা ঘটাল, যারা রাজনীতির নামে মানুষকে জ্বালিয়ে-পুড়িয়ে মারল, সারা বাংলাদেশে একসঙ্গে বোমা হামলা করল, বিদেশ থেকে জাহাজ ভরে অস্ত্র নিয়ে এলো, কোর্টের ভেতরে ঢুকে জজ সাহেবকে মারল, সাংবাদিকদের মারল, এমনকি বোবা প্রাণী গরু ট্রাকের ভেতরে পুড়িয়ে মারল; তাদের সঙ্গে গণতন্ত্রের চর্চা করব?’

বিএনপির উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘জনগণের কাছে মাফ চান, আমরা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছি আপনাদের কাছে মাফ চাই। স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের সঙ্গে সম্পর্ক নেই, ভালো ভালো কথা বলেন, ভালো কথা বলে মানুষের কাছে ভোট চান। ভোটে আসেন ক্ষমতায়, কোনো আপত্তি নেই। কিন্তু যদি অন্য পথে আসতে চান, লাভ হবে না।’

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে শামীম ওসমান আরও বলেন, ‘আন্দোলন করেন, ভোট চান, ক্ষমতায় আসেন কিন্তু আবার যদি কেউ ভাবেন ১৫ আগস্ট, আবার ২১ আগস্ট, আবার জ্বালাও-পোড়াও? এবার আর জাতির পিতার কন্যার কথা শুনব না। শুনব না কারণ এরা আমার দেশকে মারতে আসছে।

বাইরে থেকে টাকা আসছে, কোত্থেকে আসছে তাও জানি। যারা টাকার ব্যবস্থা করছে তারা কোনো দেশে তাও জানি। জানি জন্য মাথার রক্ত গরম হয়ে যায়। বিভিন্ন কারণে জানতে পারি। খোঁজখবর নিয়ে রাজনীতি করি।’

তিনি বলেন, ‘আদর্শের জন্য রাজনীতি করতে এসেছি। সেই কারণে কী পেলাম, কী দিলাম সেটা আমার দেখার বিষয় না। মৃত্যুর পরে আল্লাহর কাছে চলে যাব, দুনিয়াতে আমার কাছে সবচেয়ে বড় আমার দেশ। এবার যে খেলাটা হচ্ছে, আমার কথা হালকাভাবে নিয়েন না। আমি কাল মরে যেতে পারি।

দেশটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ওরা মানতে পারেনি বাংলাদেশের স্বাধীনতা। শেখ হাসিনার যদি কিছু হয়, এই দেশ আর বসবাসের যোগ্য থাকবে না। আপনার আপন ভাই বিএনপি-জামায়াত করে, তাতেও লাভ হবে না।’

বাংলা ম্যাগাজিন এস/কে

৪৪ মন্তব্য

Back to top button