দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস চলবে সকাল ৮-৩টা পর্যন্ত

আগামী বুধবার থেকে বিদ্যুৎ সাশ্রয়ে ও যানজট নিরসনে দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস চলবে সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত।আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। মূলত, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে অফিসের বিদ্যমান সময়সূচি কমানোর প্রস্তাব করা হয়েছিল।

দেশে বর্তমানে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস চলে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠক হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চ্যুয়ালি বৈঠকে অংশ নেন।

পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, সরকারি অফিস-আদালতে পর্দার ব্যবহার বন্ধ থাকবে। পর্যাপ্ত আলো-বাতাসে কাজ করতে হবে।

বাংলা ম্যাগাজিন / এমএ

একটি মন্তব্য

Back to top button