কুড়িগ্রামে এক ব্যক্তি নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেছে স্ত্রীকে হত্যার পর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পরকীয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন আনসার আলী নামের এক ব্যক্তি। আজ সোমবার ভোরে নাগেশ্বরী পৌরসভার পাখিরমোড় কাওয়ালীটারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের ছোট ভাই ইসমাইল হোসেন এ ঘটনায় নাগেশ্বরী থানায় একটি হত্যা মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই এলাকার বাহার উদ্দিনের মেয়ে রেহানা আক্তারের সঙ্গে প্রায় ১২ বছর আগে সন্তোষপুর ইউনিয়নের মৃত শরিয়তউল্লাহর ছেলে আনছার আলীর বিয়ে হয়।

সংসারজীবনে তাদের ঘরে আট বছরের একটি সন্তান রয়েছে। আনছার আলী দীর্ঘদিন যাবৎ শ্বশুরবাড়িতে ছিলেন। এর মধ্যে স্ত্রী রেহানার পরকীয়া নিয়ে তাদের বিবাদ চলে আসছিল। এক পর্যায়ে স্বামী আনছার আলী ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন বলে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নাগেশ্বরী থানার উপপরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম বলেন, ঘটনার পর আনসার আলীকে থানাহাজতে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

বাংলা ম্যাগাজিন / এমএ

Back to top button