চলমান

হঠাৎ আদালতে সম্রাট, আদালতপাড়ায় নেতাকর্মীদের ভিড়

”হঠাৎ আদালতে সম্রাট, আদালতপাড়ায় নেতাকর্মীদের ভিড়”” দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে জামিন শুনানির জন্য আদালতে হাজির করা হয়েছে। সোমবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে তাকে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে হাজির করা হয়।

এদিকে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের শুনানির খবরে সকাল ৯টার আগে থেকেই আদালতপাড়ায় জড়ো হতে শুরু করেন তার অনুসারীসহ কয়েক হাজার নেতাকর্মী।

আদালতপাড়ায় সম্রাট প্রবেশের পর আওয়ামী লীগ, যুবলীগের কয়েক হাজার নেতাকর্মী নানা স্লোগান দিতে থাকেন।

এর আগে, ১১ আগস্ট সম্রাটের জামিন শুনানি ও মামলার চার্জগঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। সম্রাট অসুস্থ থাকায় কারা কর্তৃপক্ষ তাকে আদালতে না পাঠিয়ে কাস্টডি ওয়ারেন্ট (হাজতি পরোয়ানা) পাঠান।

এরপর ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান তার জামিন শুনানি ও চার্জগঠন শুনানির জন্য ২২ আগস্ট দিন ধার্য করেন।

 

বাংলা ম্যাগাজিন /এসপি

Back to top button