অধিকার ও মর্যাদাঢাকাবাংলাদেশবিএনপিরাজনীতি

ভারতের আনুকূল্যেই সরকার টিকে আছে বলেছেন:ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার হচ্ছে একটা লুটেরা সরকার।এই সরকারের সঙ্গে মানুষের কোন সম্পর্ক নেই। এই সরকার রাষ্ট্রকে ইতিমধ্যে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব সব কথা বলেন।

এই সরকার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না। যার প্রমাণ তারা একে একে দিয়ে যাচ্ছে, বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এবং নিজেদেরকে স্বাধীন হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করে । আওয়ামী সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সরকারকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য, এর অর্থ হচ্ছে তারা এই কথা বলতে চান-ভারত সরকারের আনুকূল্যেই এই সরকার টিকে আছে।

মির্জা ফখরুল বলেন, আমি গতকালকেও পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়েছিলাম কিন্তু ব্যাখ্যা তারা দেয়নি। অথচ পররাষ্ট্রমন্ত্রী তার জায়গা থেকে সরে আসেনি। তিনি একটা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে তিনি আবার ওইটাই নিশ্চিত করেছেন।

তাই আমাদেরকে বুঝে নিতে হবে পরিষ্কার ভাষায় যারা অন্যের আনুকূল্যে টিকে থাকে তাদেরকে এই দেশের সরকার পরিচালনা ও শাসন করার কোনো অধিকার নেই।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন আর কোনো নির্বাচনের কথা নয়। এখন আর ঘুম পাড়ানির কোনো কথা নয়।

বাংলা ম্যাগাজিন / এমএ

৫ মন্তব্য

  1. এতদিন এই সরকার গোলামী করে চলছে স্বৈরাচারী পিশাচিনি মানুষখেকো সরকার।আবার দাবি করছে কদর আলী জনগণের ভোটের সরকার।এই অবৈধদের ক্ষমতায় রাখা যাবেনা

  2. ইউক্রেন কে এমেরিকা অস্ত্র দেয়?ভারত আওয়ামী লীগ কে অস্ত্র দিবে?কেউ না?মন্ত্রী পদ তালাক? মন্ত্রীর প্রটোকল ছিল কি না?অাজাইরা

  3. ইউক্রেন কে এমেরিকা অস্ত্র দেয়?ভারত আওয়ামী লীগ কে অস্ত্র দিবে?কেউ না?মন্ত্রী পদ তালাক? মন্ত্রীর প্রটোকল ছিল কি না?অাজাইরা

Back to top button