দুর্ঘটনানেত্রকোনাবাংলাদেশময়মনসিংহ

ইঁদুর মারার ফাঁদ থেকে আগুন লেগে বাজারের ১২টি দোকান ভস্মীভূত

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া বাজারের মসলামিল মালিক সোহরাব মিয়া আজ সকালে তার মিলে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক সংযোগ দেওয়া তারে চেপা শুটকি দিয়ে ফাঁদ পেতে ছিল। এ ফাঁদে একটি ইঁদুর মারা যায়। ইঁদুর মরার পাশাপাশি এ ফাঁদ থেকেই হয়তো দোকানে আগুন লাগার সূত্রপাত হয়েছে বলে ধারনা করা যাচ্ছে।

এ অগ্নিকাণ্ডে মসলা তৈরির ৫টি মিল, মনোহারি মালামালের ২টি গুদাম, ২টি বরফকলসহ ১২টি দোকান পুড়ে যায়। টিন সেটের এসব দোকান ঘর এবং পুড়ে যাওয়া অন্যান্য মালামালের দাম প্রায় অর্ধকোটি টাকা হবে বলে জানান ব্যবসায়ীরা। আজ বুধবার সকাল ৭টার দিকে বাজারটিতে এ আগুন লাগার ঘটনা ঘটে।

বাজারের ব্যবসায়ীরা জানান, এ বাজারের আশপাশে ফায়ার সার্ভিসের স্টেশন না থাকায় স্থানীয়দের চেষ্টায় প্রায় ৪ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।ঘটনাস্থল পরিদর্শন করে খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ এম আরিফুল ইসলাম জানান, এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Back to top button