অপরাধচট্টগ্রামবাংলাদেশ

স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন চট্টগ্রামে আদালত

চট্টগ্রামে যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৭ চট্টগ্রামের বিচারক ফেরদৌস আরা এই রায় দেন।

মামলার তথ্যে জানা গেছে, ২০০৯ সালের ১৭ সেপ্টেম্বর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার হারুয়ালছড়ি এলাকায় সাবিনা খাতুন নামের এক নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় সাবিনার স্বজনের দায়ের করা মামলার তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দেয়।

এতে বলা হয়, বিয়ের পর থেকে সাবিনার বাবার কাছে যৌতুক হিসেবে নগদ টাকাসহ বিভিন্ন দামি জিনিস দাবি করেন রফিকুল। কিন্তু এসব দিতে না পারায় দুজনের মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত। মামলার তদন্ত শেষ হওয়ার পর ২০১০ সালের ২৭ জুলাই আসামি রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ১৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এ রায় দেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন বলেন, আসামি রফিকুল ইসলাম জামিনে গিয়ে পলাতক রয়েছেন। তাঁর অনুপস্থিতিতে আদালত এ রায় দেন। আদেশে বিচারক আসামিকে মৃত্যুদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেন।

একটি মন্তব্য

Back to top button