কেমন সংসার চান মাহি

অভিনেত্রী মাহিয়া মাহির ‌‘আশীর্বাদ’ ছবিটি আগামী ১৯ আগস্ট মুক্তি পাচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন মুস্তাফিজুর রহমান মানিক।

ছবিতে মাহি জুটি বেঁধেছেন জিয়াউল রোশানের সাথে। সম্প্রতি ছবির প্রচারণা বিতর্কে আলোচনায় উঠে আসেন মাহি। এবার ফেসবুক স্ট্যাটাসের কারণে খবরের শিরোনাম হয়েছেন নায়িকা।

ফেসবুকে মাহি লিখেছেন, ‘মোটামুটি রকম ভালোবাসা আর কোনোরকম সম্মান নিয়ে ৪০ বছর সংসার করার চেয়ে প্রচণ্ডরকম ভালোবাসা আর তীব্র আত্মসম্মান নিয়ে ৪ বছর সংসার করে মরে যাওয়া অনেক শান্তির’।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৪ মে মাহিয়া মাহি প্রথম বিয়ে করেন সিলেটের মাহমুদ পারভেজ অপুকে। অপুর সঙ্গে বিচ্ছেদের পর গত বছর গাজীপুরের ব‍্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন তিনি।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি নিজেও ব্যবসার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন।

Back to top button