রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক আওয়ামী লীগ নেতা নিহত
রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। তার নাম আবুবকর সিদ্দিকি হাবু (৩৮)। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫০ নম্বর ওয়ার্ড এর ১৪ নম্বর ইউনিট আওয়ামী লীগের সভাপতি। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, আধিপত্য এবং চাঁদাবাজিকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটতে পারে।
নিহতের খালাতো ভাই মিঠু জানান, হাবু ৫০ নম্বর ওয়ার্ড ১৪ নম্বর ইউনিট আওয়ামী লীগের সভাপতি ও কাঁচামাল ব্যবসায়ী। দোকান থেকে বাসা ফেরার পথে কে বা কারা তাকে ছুরি মেরে পালিয়ে গেছে। তিনি আরও জানান, যাত্রাবাড়ির টান বাজারে পরিবার নিয়ে থাকতেন হাবু। তিন সন্তানের জনক তিনি।গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার ডামুড্ডা থানার নর্দা এলাকায়।
পুলিশ জানায়, সন্ধ্যা ৭ টার দিকে যাত্রাবাড়ির শহীদ ফারুক সড়কের মোড়ে অজ্ঞাত কয়েকজন হাবুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।