ড্রেসিংরুমে নেইমার-এমবাপ্পের হাতাহাতি

মপলিয়েরের বিপক্ষে শনিবারের ম্যাচের তখন ২৩ মিনিট, পেনাল্টির সুযোগ পায় পিএসজি।

তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন দলটির তরুণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।দ্বিতীয়ার্ধে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি আরও একটি পেনাল্টি পায়। এমবাপ্পে এবারও পেনাল্টি নিতে এগিয়ে আসেন। তবে এবার তাকে সুযোগ দিলেন না ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার।

তিনি নিজেই জোর করে পেনাল্টি নেন এবং গোল করেন।স্বভাবতই এমবাপ্পে এই ঘটনায় খুশি হতে পারেননি। ম্যাচে তাকে অনেক সময়ই দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বল সামনে না আসলে দৌড়াচ্ছিলেন না ফরাসি তারকা।ঘটনার নাকি সেখানে শেষ নয়, দুই পিএসজি তারকার মাঠের লড়াই নাকি ড্রেসিং রুম পর্যন্ত গড়িয়েছে এবং সেখানে রীতিমতো চিৎকার চেঁচামেচি করেছেন।

সতীর্থদের তাদের সামলাতে হিমশিমও খেতে হয়েছে। দুই তারকা মাথা ঠোকাঠুকি করেছেন বলেও সূত্রের বরাতে দাবি করা হয়েছে স্পোর্টস বাইবেলের প্রতিবেদনে।

যদিও এ বিষয়ে নেইমার-এমবাপ্পে কিংবা পিএসজির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Back to top button