১৯৭১ সালে বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধ চলাকালে ভারতের বিমানঘাঁটিতেও হামলা করে পাকিস্তান। এই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
১৯৭১ সালের ডিসেম্বরের সেই রক্তক্ষয়ী লড়াইয়ের কাহিনী নিয়ে ছবি তৈরি হয়েছে বলিউডে। আজ সোমবার ‘পিপা’ নামের ছবির টিজার প্রকাশ করা হয়েছে। খবর হিন্দুস্থান টাইমসের।‘পিপা’ ছবিতে মূলত ভারতের প্রতিরক্ষা বাহিনীর বীরত্ব ও সাহসিকতার কথা তুলে ধরা হয়েছে।
ছবির মূল চরিত্র ক্যাপ্টেন বলরাম সিং মেহতা চরিত্রে অভিনয় করেছেন বলিউডের তরুণ অভিনেতা ঈশান খাত্তার। বলরাম সিং তার ভাই-বোনদের সাথে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেন।
পূর্বাঞ্চলীয় ফ্রন্টে যুদ্ধ করেছেন ৪৫তম কাভালরি ট্যাংক স্কোয়াড্রনের এ সেনা কর্মকর্তা।ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও আছেন ম্রুনাল ঠাকুর, সোনি রাজদান ও প্রিয়াংশু পাইনুলি।
ছবির সঙ্গীতে আছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী এ আর রহমান। রাজা মেনন পরিচালিত ছবিটি আগামী ২ ডিসেম্বর মুক্তি পাবে।