ড্রোনের কথা ভাবলে তুরস্কের কথাই সবার আগে আসে

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, এক সময় মৌলিক প্রতিরক্ষার সব ধরনের জিনিসপত্র আমদানি করত তুরস্ক। আজ অনেক দেশে বিলিয়ন ডলারের উন্নত প্রযুক্তি পণ্য বিক্রি করে। ড্রোনের কথা চিন্তা করলে এখন সবাই তুরস্কের কথাই সবার আগে চিন্তা করে। 

এরদোয়ান বলেন, পুরো বিশ্ব এখন আমাদের সশস্ত্র ড্রোনগুলির কার্যকারিতার কথা মেনে নিয়েছে। ড্রোনগুলো যুদ্ধক্ষেত্রে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। ফলে যুদ্ধে সফল হতে বিশ্ব এখন তুরস্কের ড্রোন পেতে চায়। তুরস্কের ড্রোন তৈরিতে যৌথ বিনিয়োগ করতে আগ্রহী হয়ে ওঠেছে।

গতকাল শনিবার কোকেলির উত্তর-পশ্চিম প্রদেশে এ অনুষ্ঠানে দেওয়া ভাষণে এরদোয়ান বলেন, সাম্প্রতিক সফলতার প্রেক্ষিতে বিভিন্ন দেশে তুরস্কের নির্মিত বায়রাক্টার টিবি ২ সশস্ত্র ড্রোনসহ অন্যান্য ড্রোনের চাহিদা রয়েছে। ফলে বর্তমানে বিশ্বের কিছু পরাশক্তির দেশও তুরস্কের সাথে মনুষ্যবিহীন আকাশযান বা ড্রোনে যৌথ বিনিয়োগ করতে চাইছে।

এ সময় এরদোয়ান আরও বলেন, একসময় প্রতিরক্ষার জন্য তুরস্ক অন্য দেশের ওপর নির্ভরশীল ছিল। মৌলিক প্রতিরক্ষার সবগুলো জিনিসই আমদানি করতে হতো। কিন্তু সময় পাল্টেছে। এখন তুরস্ক অনেক দেশে বিলিয়ন ডলারের উন্নত প্রযুক্তি পণ্য বিক্রি করে।

তুরস্কের প্রেসিডেন্ট আরো বলেন, বর্তমানে মনুষ্যবিহীন যুদ্ধ বিমান বা ড্রোনের কথা বলা হলে প্রথমেই তুরস্কের ড্রোনের কথা মনে আসে। কারণ তুরস্কের তৈরি ড্রোনগুলো বিভিন্ন সন্ত্রাসবিরোধী অভিযানে, ইউক্রেনে চলমান যুদ্ধে এবং এর আগে ২০২০ সালের আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধে নিজেদের প্রমাণ করেছে। এরপরই সেগুলো বিশ্বব্যাপী মনোযোগ কাড়তে সক্ষম হয়েছে।

Back to top button