এক্সক্লুসিভজাতীয়বাংলাদেশবিদ্যুৎ ও জ্বালানী
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাসভাড়া বাড়ছে সর্বোচ্চ ২২ শতাংশ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাসভাড়া সর্বোচ্চ ২২ শতাংশ বাড়ছে। আজ শনিবার বিকেলে বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে বিআরটিএ’র ভাড়া নির্ধারণী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
ঢাকা, চট্টগ্রামসহ মহানগরগুলোতে ১৬ দশমিক ২৭ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মহানগরে বাসের ভাড়া কিলোমিটারে ২ টাকা ১৫ পয়সার জায়গায় ২ টাকা ৫০ পয়সা হচ্ছে। অর্থাৎ কিলোমিটার প্রতি ভাড়া বাড়ছে ৩৫ পয়সা।সিদ্ধান্ত অনুযায়ী দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারে ১ টাকা ৮০ পয়সার জায়গায় ২ টাকা ২০ পয়সা হবে। এ ক্ষেত্রে ভাড়া বাড়ছে কিলোমিটার প্রতি ৪০ পয়সা, অর্থাৎ ২২ শতাংশ।
আগামীকাল রোববার থেকে নতুন এই ভাড়া কার্যকর হবে বলে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।