আজ ৭ই জুলাই একটি ছোট্ট প্রতিবাদী ভাইরাল শিশুর জন্মদিন ।যদিও চার বছর আগের সেই ছেলেটি এখন আর ছোট্টটি নেই । বলছিলাম “মাঠ রক্ষা সৈনিক” নামে সবার কাছে সুপরিচিত শাহ্ মোঃ আলি আব্বাসের কথা।
যেই ছেলেটি চার বছর আগে স্থানীয় একটি খেলার মাঠ দখলের বিরুদ্ধে বক্তব্য দিয়ে ব্যাপক সাড়া পেয়েছিলো, যদিও পরবর্তীতে এ বছর (২০২২ইং) কলাবাগান তেতুলতলা মাঠ রক্ষায় তার সেই পুরাতন বক্তব্যটি পুনরায় প্রচার পায় এবং পুরো দেশব্যাপী এ বক্তব্যটি ব্যাপক প্রশংসিত হয় ।
বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পায় মাননীয় প্রধানমন্ত্রী নিজেও তার উদ্দীপ্ত বক্তব্য দেখে প্রশংসা করেন । জন্মদিন উপলক্ষে শাহ্ মোঃ আলি আব্বাসের সাথে যোগাযোগ করলে সে আমাদের পত্রিকা মারফত পুরো দেশবাসির নিকট তার জন্য দোয়া কামনা করে ।
তার চাওয়া হচ্ছে – মহান প্রভুর কৃপায়, সকলের দোয়ায় সে যেনো এমনিভাবে ন্যায়ের পক্ষে সদাসর্বদা তার কণ্ঠকে উজ্জীবিত রাখতে পারে । আজ তার ১৪ তম জন্মদিন। আমাদের সকলের দোয়া রইলো এই কন্ঠ সৈনিকের জন্য ।