রাজধানীর নিকেতনে এসি বিস্ফোরণে দগ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে নিকেতনের একটি ভবনের ছয়তলায় এ ঘটনা ঘটে।ওই শিক্ষার্থীর নাম মাশরুর আহমেদ (২৬)। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেছেন। তাঁর গ্রামের বাড়ি বগুড়ার সদর উপজেলায়।
নিকেতনের ফ্ল্যাটটিতে মাশরুরের বড় বোন পরিবার নিয়ে থাকতেন। মাশরুরের বন্ধু আকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘মাশরুরের বোন পরিবার নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে গেছেন। সার্টিফিকেট নিতে গ্রাম থেকে বোনের বাড়ি এসেছিলেন মাশরুর। বিস্ফোরণের খবর শুনে হাসপাতালে এসেছি।’ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
গুলশান থানা–পুলিশ জানিয়েছে, দগ্ধ মাশরুরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। বিস্ফোরণের সময় তিনি ফ্ল্যাটে একা ছিলেন।