কদমতলীতে যৌন উত্তেজক ঔষধ খেয়ে যুবকের মৃত্যু, প্রেমিকার বাসা থেকে লাশ উদ্ধার

রাজধানীর কদমতলী থানার মাতুয়াইল এলাকার একটি বাসা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়।নিহত যুবকের নাম আশিকুল হক চৌধুরী (৩২)। তিনি একটি পত্রিকার ছাপাখানার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

আশিকুল রাজধানীর পূর্ব তেজতুরীপাড়া এলাকার একটি মেসে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর।আশিকুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুল হক বলেন, এখন পর্যন্ত পাওয়া তথ্য ও আলামত দেখে পুলিশের মনে হচ্ছে, যৌন উত্তেজক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় আশিকুল অসুস্থ হয়ে মারা যেতে পারেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে আশিকুলের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সাফিয়া নিজেই থানায় গিয়ে আশিকুলের মৃত্যুর খবর দেন বলে জানায় পুলিশ। সাফিয়া এখন কদমতলী থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।নিহত যুবকের ভাই সাইফুল আলম বলেন, ‘আশিকুলের মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে। আমরা চাই, পুলিশ তদন্ত করে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ বের করুক।’

প্রাথমিকভাবে পাওয়া তথ্যের বরাত দিয়ে কদমতলী থানা-পুলিশের ভাষ্য, সাফিয়া আক্তার নামের এক নারীর সঙ্গে আশিকুলের প্রেমের সম্পর্ক ছিল। গতকাল রাতে সাফিয়ার সঙ্গে দেখা করতে তাঁর মাতুয়াইলের ভাড়া বাসায় যান আশিকুল। আজ সকালে সাফিয়ার ভাড়া বাসা থেকে আশিকুলের লাশ উদ্ধার করা হয়।

Back to top button