আকিজ রিসোর্সেস লিমিটেডে সেলস বিভাগে লোকবল নিয়োগ

আকিজ রিসোর্সেস লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : সিনিয়র অফিসার/ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস। তবে ডিপ্লোমা/বিসিএস পাস করলেও আবেদন করা যাবে।

পদ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিজনেস ডেভেলপমেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং, করপোরেট সেলস, রেডি মিক্স কনক্রিট, সেলস অ্যান্ড মার্কেটিং বিষয়ে জানাশোনা থাকতে হবে।বয়সসীমা ২৫-৩৫ বছরের মধ্যে হতে হবে। চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে। এছাড়াও টিএ/ মোবাইল বিল, মেডিকেল অ্যালায়েন্স, পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, ইনস্যুরেন্স, গ্র্যাচুয়েটি, দুপুরের খাবার, বার্ষিক সেলারি রিভিউ ও বছরের দুইবার উৎসব ভাতা প্রদান করা হবে।

Back to top button